আপনি কি আপনার ওয়েবসাইটের জন্য প্রফেশনাল আর্টিকেল রাইটার খুঁজছেন? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্যই। বর্তমান সময়ে বাংলাদেশের মেক্সিমাম পিপল ক্লায়েন্টের সাথে চিট করছে।
যেমন ধরুন: আপনি কাউকে একটা আর্টিকেল লিখতে দিলেন সে কোনভাবে এআই ইউজ করে আপনাকে ডেলিভারি করল, আপনি ব্যস্ততার মধ্যে থাকায় হয়তো ব্যাপারটি খেয়াল করলেন না। কিন্তু এই এআই এর প্রভাবে আপনার ওয়েবসাইট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরোপুরি আপনার অজান্তেই।
তাই আর নয় ধোঁকা, এখানে আপনি এমন একজন প্রফেশনাল ওয়েব রাইটারের সম্পর্কে জানতে পারবেন, যিনি প্রায় ৭ বছর ধরে বিভিন্ন গণমাধ্যম সহ বিভিন্ন ওয়েবসাইটে আর্টিকেল লিখে আসছেন।
২০১৩ সাল থেকে এ পর্যন্ত যার ২ হাজারেরও বেশি আর্টিকেল বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে, আর তিনি আর কেউ নয় আমাদের সবার প্রিয় ইমরান ভাইয়া।
তাই আপনি যদি একজন ভালো রাইটার সত্যি খুঁজে থাকেন তাহলে এই ফেসবুক আইডিতে যোগাযোগ করবেন।
আমার ওয়েবসাইট তো বিভিন্ন রিলেটেড তাহলে কি আমি ইমরানের থেকে আর্টিকেল লিখিয়ে নিতে পারব? এরকম প্রশ্ন যদি মনের মধ্যে ঘুরপাক খায় তাহলে বলবো , ইমরান দীর্ঘদিন ধরে এই সেক্টরে কাজ করার ফলে তিনি মোটামুটি সকল টপিকেই পোস্ট লেখার জন্য প্রস্তুত করে ফেলেছে নিজেকে।
তাই আপনার ওয়েবসাইট যে রিলেটেডই হোক না কেন, সে ১০০% ইউনিক আর্টিকেল আপনাকে প্রোভাইড করতে পারবে, এটা নিঃসন্দেহে বলার কোন অপেক্ষা রাখে না।
এতো ভালো লেখক যেহেতু চার্জ নিশ্চয়ই বেশি করে তিনি? এরকম প্রশ্ন মাথায় আসলেও ঝেড়ে ফেলুন কারণ ইমরান ভাইয়া মাত্র ২৫০ টাকায় ১০০০ ওয়ার্ড বাংলা আর্টিকেল প্রোভাইড করে থাকেন, যদিও এটিও আলোচনা সাপেক্ষে অবশ্যই তার সাথে কথা বলে নিবেন।
একটি আর্টিকেল লিখতে দিলে কতক্ষনের মধ্যে ডেলিভারি পাব? এটার উত্তরও খুবই পজেটিভ কারণ ইমরান ভাইয়ের রয়েছে প্রফেশনাল লেখক টিম , তাই ১০০০ ওয়ার্ড এর একটি আর্টিকেল তিন ডেলিভারি করে থাকেন সর্বোচ্চ ১ ঘন্টার মধ্যে।
টাকা কি আগে পেমেন্ট করতে হবে? উত্তর একদমই না আপনি কাজ ডেলিভারি পাওয়ার পর পেমেন্ট পরিশোধ করতে পারবেন, তবে সে ক্ষেত্রে সেটি সর্বোচ্চ একটি আর্টিকেল।
কন্টাক করব কিভাবে লেখক এর সাথে? আপনি [email protected] এই ইমেইল এড্রেস এ মেইল করলে তাকে পাবেন রেসপন্স টাইম মাত্র ৫ মিনিট , আপনি সরাসরি তাকে কলও করতে পারেন 01924300215 এই নাম্বারে। এই লিংকে ক্লিক করে ফেসবুকে সংযুক্ত হতে পারবেন।
তো যারা দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন ,বা একজন প্রফেশনাল মানের আর্টিকেল রাইটার খোঁজছিলেন তাদের সমস্যা আশা করছি সমাধান হয়ে গিয়েছে। আরো আপডেট পাওয়ার জন্য পকোবিডির সাথেই থাকুন ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ