হ্যাকার বা হ্যাকিং এই শব্দগুলোর সঙ্গে আমরা সকলেই কমবেশি পরিচিত। কখনো ভারতের সঙ্গে কখনো মায়ানমারের সঙ্গে আবার কখনও বা পাকিস্তানের হ্যাকারের সঙ্গে বাংলাদেশের হ্যাকারদের সাইবার যুদ্ধ , এতদিন বিচ্ছিন্নভাবেই আমরা দেখতাম।
কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশ হ্যাকার দের সমর্থ্য আসলেই কতটুকু? আর কারাই বা বাংলাদেশের শীর্ষ হ্যাকার। যাদের ভয়ে আমাদের সাইবার স্পেসে আক্রমণ করতে এখনো ১০ বার ভাবে শত্রু পক্ষ।
আপনি কি জানেন সারা বিশ্বের ৯১৮ টি হ্যাকার টিমের মধ্যে সবার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের হ্যাকারদের টিম crea at hackers একই সাথে এই হ্যাকার টিম টি অন্য একটি তালিকায় পৃথিবীর সেরা ৫০ টি টিমের মধ্যে ৩২ তম স্থানে রয়েছে।
বিশ্বের মানচিত্রে বাংলাদেশ হ্যাকিং এর দিক থেকে অন্যান্য দেশের তুলনায় একটি সম্মানজনক অবস্থানে রয়েছে।
দেশের কিছু তরুণ ও মেধাবি প্রজন্ম হাল ধরেছে বাংলাদেশের হ্যাকিং ওয়ার্ল্ডের, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশ সরকার নিশ্চুপ থাকলেও বাংলাদেশের হ্যাকারদের প্রতিবাদ জানাই প্রতিপক্ষ গুষ্টির প্রতি সাইবার আক্রমণের মাধ্যমে।
বাংলাদেশের হ্যাকিং জগৎ মূলত গ্রুপ ভিত্তিক নামকরা অনেক গ্রুপই রয়েছে বাংলাদেশে, দেশের সাইবার স্পেস সুরক্ষায় তারা নিভেদিত প্রাণ। চলুন দেখা যাক সাম্প্রতিক তথ্য অনুযায়ী কারা রয়েছে বাংলাদেশের হ্যাকিং কমিউনিটির নেতৃত্বে।
৫. বাংলাদেশ সাইবার আর্মি হ্যাকার গ্রুপ (Bangladesh cyber army)
বাংলাদেশের প্রথম সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান এবং হ্যাকার গ্রুপ বাংলাদেশ সাইবার আর্মি যাত্রা শুরু করে ২০১০ সালের ডিসেম্বরে। এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইথিক্যাল হ্যাকিং গ্রুপ।
এই গ্রুপটির প্রতিষ্ঠাতা সালমান তানজিম ২০১২ সালে সংঘটিত বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলো বাংলাদেশ সাইবার আর্মি।
অন্যান্য অনেক উদ্দেশ্যের পাশাপাশি মূলত বাংলাদেশ ও ভারতের সাইবার যুদ্ধ উদ্দেশ্য ছিল ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা বন্ধ করা। সে সময় প্রায় ভারতের শতাধিক ওয়েবসাইট হ্যাক করে ওয়েবসাইটের হোমপেজে বিএসএফের হাতে নিহত কিশোরী ফেলানী এর ছবি সেট করে তারা।
আর এটির মাধ্যমে আলোচনায় চলে আসে বাংলাদেশ সাইবার আর্মি।
৪. সাইবার ৭১ হ্যাকিং গ্রুপ (cyber 71)
সাইবার ৭১ বাংলাদেশের একটি ইথিক্যাল হ্যাকিং গ্রুপ তানজিম আল ফাহিম এই গ্রুপের প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত।
বিভিন্ন সময় বাংলাদেশের সাইবার জগত রক্ষায় নেতৃত্ব দিয়েছে সাইবার ৭১
দেশের সাইবার জগতকে আরো নিরাপদ রাখতে বাংলাদেশ সরকারকে সবসময় সহযোগিতা করে থাকে সাইবার ৭১
৩. রোটেটিং রোটার্স হ্যাকিং গ্রুপ ( Routing routers)
মূলত ইনি মিনহার মহসিন নামেও পরিচিত তিনি গৃহে হেট হেকার্স বা বিজিএইচ এর প্রশাসক।
কয়েক বছর আগে বিজিএইচ আন্তর্জাতিক শীর্ষ হ্যাকারদের র্যাংকিং এর তালিকায় চলে গেছিলো এছাড়া টিভি সংবাদে তাদের নিয়ে আলোচনা সমালোচনা হয়েছিল।
বিশেষত কয়েক বছর আগে তারা খুলনার স্টার জলসা টিভি চ্যানেল হ্যাক করেছিলো তবে বর্তমানে এই হ্যাকার গ্রুপটি অনেকটাই আড়ালে রয়েছে।
২. বি বি এইচএইচ (bbhh)
বাংলাদেশ ব্ল্যাকহেড হ্যাকার দের গ্রুপ বিবি এইচএইচ মূলত বিদেশী সাইবার গ্রুপের আক্রমণ থেকে বাংলাদেশের সাইবার জগত কে নিরাপদ রাখতে কাজ করে এই দলটি।
বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধ ২০১২ তে ব্যাপক অবদান রাখে এই টিমটি। সে সময় ভারতীয় অনেক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক করেছিল বি বি এইচএইচ
অন্যান্য হ্যাকার গ্রুপ দের মত তারাও তাদের পরিচয় গোপন রাখতেই পছন্দ করে। আর তাই এই গ্রুপের নেতৃত্বে কারা রয়েছে তাদের পরিচয় রয়ে গেছে ইন্টারনেটের আড়ালেই।
১. টাইগার ম্যাট (tiger mat)
আপনি কি জানেন বাংলাদেশের বিশ্বমানের অনেক হ্যাকার রয়েছে, তাদের মধ্যে অন্যতম হলেন বিশ্বের সেরা হ্যাকার টাইগার ম্যাট।
তাকে পৃথিবীর সেরা অন্যতম হ্যাকার হিসেবে ধারণা করা হয়, কেননা একদিনে সর্বোচ্চ সাত লক্ষাধিক ওয়েবসাইট হ্যাক করে নিজের ক্ষমতা জানান দেন তিনি।
তিনি আজ পর্যন্ত ওয়ার্ল্ড রেকর্ড হিসেবে রয়েছে, অনেকেরই ধারণা তার নাম ইমরান তবে আজ পর্যন্ত তার সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে সক্ষম হয়নি। এমনকি তার কোন ছবিও প্রশকারিত হয়নি কোথাও।
বাংলাদেশ সাইবার যোদ্ধাদের এই সক্ষমতার সম্পর্কে আপনার কি মতামত? জানাতে পারেন কমেন্ট সেকশনে ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ