বাইরে বাইর হলে আমরা ছেলেরা একটা জিনিস কখনো মিস করি না আর তা হলো বডি স্প্রে, আমরা ছেলেরা দিনের অনেকটা সময় বাইরে কাটাই এবং অনেক সময় অতিরিক্ত ঘাম আমাদের শরীরে বাজে দুর্ঘনত্ব সৃষ্টি করে যেটি আমাদের কাছে অস্বস্তির কারণ হয়।
তো এইসব বিষয়গুলোর দিকে লক্ষ্য করে এবং আমাদের সকলের বাজেটের দিকে লক্ষ্য করে আজকের এই আর্টিকেলে জানাবো সেরা ৫টি বডি স্প্রের সম্পর্কে।
এবং আর্টিকেলের একদম শেষে বোনাস পয়েন্টে বলবো-কিছু বডি স্প্রে ইউজ টেকনিক সম্পর্কে।
বডি স্প্রে একই সাথে একই সাথে ডিও এবং ক্লোনের কাজ করে এবং বডি স্প্রে পারফিউম এর তুলনায় অনেকটাই কম দাম আর সেজন্যই এটি আমরা সবাই কিনতে পারবো।
তো একটি বডি স্প্রে কেনার আগে যে ব্যাপারগুলো জেনে নিতে হবে!
- বডি স্প্রে এর SMELL কেমন।
- বডি স্প্রে টি কতক্ষণ লং লাস্টিং করছে।
- এবং এটি আমরা কোথায় কোথায় স্প্রে বা ব্যবহার পারবো।
যেমন কিছু কিছু বডি স্প্রে আমরা ফর্মাল জায়গায় ব্যবহার করতে পারি, এবং কিছু কিছু বডি স্প্রে আমরা স্কুল ,কলেজ, ইউনিভার্সিটি, পার্টি, অথবা ডেট এর জন্য আমরা ব্যবহার করতে পারি।
তো অ্যালকোহল ফ্রি সেরা ৫টি বডি স্প্রের ব্যাপারে জেনে আসি চলুন এবার।
1.LAFZ BODY SPRAY
Lafz এর বডি স্প্রে গুলো সম্পূর্ণ অ্যালকোহল এবং পারবিন ফ্রি, এবং এটি ডক্টর দ্বারা টেস্টেড। সেই সাথে এটি আপনার স্ক্রিনে ব্যবহারের ফলে কোন- এলার্জি, বা চুলকানি হবে না।
এই বডি স্প্রে ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবে, এই বডি স্প্রেটি মার্কেটে বিভিন্ন ভেরিয়ান্ট অ্যাভেলেবেল আছে আপনি আপনার পছন্দমত সিলেক্ট করতে পারবেন।
এই বডি স্প্রেটি একবার ইউজ করার ফলে আপনি আপনার বডিতে- ৪ থেকে ৫ ঘন্টা এর সুবাস বা স্মেল থাকবে।
আর এটির দামের কথা আসলে এটি ৩০০- ৩৫০ টাকার মধ্যে অফলাইন এবং অনলাইনে উভয় জায়গায় এভেলেবেল আছে।
2.WILD STONE TITANIUM CODE
এটি একটি ফ্রুটি ফার্নেন্সের একটি বডি স্প্রে, এটিতে আপনি অনেকগুলো ফ্রুডস এর কমিশনের স্মেল পাবেন।
এটি খুবই সুইট একটি বডি স্প্রে আপনি যদি একজন টিনেজার হন এবং এবং কলেজবয় হন তাহলে এটি হবে আপনার জন্য বেস্ট একটি বডি স্প্রে।
এটি আপনি ডে-নাইট উভয় সময়ে ব্যবহার করতে পারবেন এবং সিজনের কথা বললে এটি আপনি মোটামুটি সব সিজনে ব্যবহার করতে পারবেন।
এই বডি স্প্রে আপনি স্কুল , কলেজ, পার্টি ,এবং ডেটিং, এ ব্যবহার করে যেতে পারেন।
এবং এটি লং লাস্টিং - ৫-৬ ঘন্টা- এবং এটি আপনি ৩০০ থেকে সাড়ে ৩৫০ টাকার মাঝেই অনলাইন এবং অফলাইন উভয় জায়গা থেকে পার্সেস করতে পারবেন।
3.DENVER ROYAL OUD
এটি একটি ম্যাসকুলিন ফেগনেন্সির একটি ডিও, এবং এটির ফ্লেভার এর কথা বললে এটি হালকা ভ্যানিলা ফ্লেভার এর।
এবং এটি লং লাস্টিং করবে ৬ থেকে ৭ ঘন্টা। এটি আপনি স্কুল কলেজ, ইউনিভার্সিটি, কেজুয়াল এবং ফর্মাল উভয়ে ইউজ করতে পারবেন।
এটির দাম ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে অফলাইন এবং অনলাইন থেকে সহজেই পার্সেল করতে পারবেন।
4.NIVEA MEN BODY SPRAY
এটি একটি স্ট্রং কুল এবং ফ্রেশ ফ্লেভারের একটি বডি স্প্রে, ইটিউ ডক্টর দ্বারা টেস্টেড এবং সম্পূর্ণ অ্যালকোহল ফ্রি! এটি একটি মাইল বডি স্প্রে- বেশি স্ট্রং নয় আবার বেশি নরমালও নয় এটি একটি ফরমাল টাইপ বডি স্প্রে।
তাই এটি আপনি যেকোন ফরমাল ইভেন্টে ব্যবহার করতে পারবেন সেই সাথে একটি লং লাস্টিং করবে ৫ থেকে ৬ ঘন্টা এবং ব্যবহার করা যাবে সব সিজনে।
এটি কেনা যাবে মাত্র ৩০০ থেকে ৩৫০ টাকা খরচ করে যে কোন অফলাইন এবং অনলাইন মার্কেটপ্লেস থেকে।
5.FOGG EXTREME BODY SPRAY
এটি একটি সুইট ভ্যানিলা ফ্লেভার এর এছাড়াও ব্লু থিমস এর জন্য রিফ্রেশিং একটি বডি স্প্রে, এটি আপনার ঘামের দুর্গন্ধ কে কন্ট্রোল করে।
এবং যদি বলি এটি লং লাস্টিং এর কথা তাহলে অনাআসে ৩ থেকে ৪ ঘন্টা লং লাস্টিং করবে বডি স্প্রেটি।
আপনি যদি একজন ইয়াং বা টিনেজার হন তাহলে আপনার জন্য আপনার জন্য বেস্ট একটি অপশন হবে এই বডি স্প্রেটি।
এটি ব্যবহার করতে পারবেন স্কুল ,কলেজ ,এবং ডেটিংয়ে যেতে পারবেন তবে ফরমাল লোকেশনে এটি ব্যবহার না করাই ভালো এবং এটি আপনি চাইলে সব সিজনে ব্যবহার করতে পারবেন।
এটির প্রাইজ মাত্র ২০০ থেকে ২৫০ টাকার মাঝেই যে কোন অফলাইন এবং অনলাইন স্টোর থেকে কিনতে পারবেন।
Bonus Points. বডি স্প্রে ব্যবহার করা নিন্দা টেকনিক।
- বডি স্প্রে সব সময় আমাদের পালস পয়েন্টে ইউজ করা উচিত! পালস পয়েন্ট মানে।
- হাতের রিলস।
- এলবো।
- গলার সামনের এরিয়া।
- কানের নিচে দুপাশে।
আপনি আপনার বডি স্প্রেটি লংগাস্টিং করার জন্য এই ট্রিক্স গুলো ফলো করতে পারেন।
- ভেসলিন অথবা ময়েশ্চারাইজার লাগিয়ে তার উপরে বডি স্প্রে এপ্লাই করবেন এর ফলে ওই বডি স্প্রেটি বেশিক্ষণ লং লাস্টিং করবে।
- আপনি বডি স্প্রে কখনোই ঘেমে যাওয়া অবস্থায় এবং ভেজা গায়ে অবস্থায় ব্যবহার করবেন না।
- বডি স্প্রে ব্যবহার করার পর কখনোই রাপ করবেন না।
এই লিস্টে থাকা প্রত্যেকটি বডি স্প্রে আমাদেরকে কোন স্পন্সর করেনি, এগুলি প্রত্যেকটি এলকোহল ফ্রী আর সেই কারণেই আপনাদের সঙ্গে শেয়ার করা। তো এই ছিল আমাদের আজকের পোস্ট, পোস্টটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন।
0 মন্তব্যসমূহ